কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন কুমিল্লার তিন সংসদ সদস্য

একাদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন কুমিল্লা সদর আসনে টানা তিনবারের নির্চাচিত ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, মুরাদনগর আসনের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও দেবিদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল।

এদের মধ্যে এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও ইউসুফ আব্দুল্লাহ হারুনকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে এবং রাজী মোহাম্মদ ফখরুলকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য পদ দেয়া হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সংসদের বৈঠকে প্রধান হুইপ নূর-ই আলম লিটন চৌধুরীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এসব কমিটি গঠিত হয়।

আরও পড়ুন