কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

চৌদ্দগ্রামে এক ভারতীয় নাগরীকসহ ২ গাঁজা ব্যবসায়ি আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ২ কেজি গাঁজাসহ ভারতীয় এক নাগরীকসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। আমানগন্ডা বিওপির দায়িত্বপূর্ণ বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নাটাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কিশোরগঞ্জের ইটনা এলাকার হারাধন দাসের ছেলে লিটন দাস (২২) ও ভারতের বেলুনিয়া জেলার রাঙ্গামূড়া গ্রামের মোঃ খালেক মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২২)।

কুমিল্লার ১০ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার নাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরীক মোঃ জুয়েল মিয়া ও কিশোরগঞ্জের লিটন দাসকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজাসহ জব্দ করা হয়। এ ঘটনায় শনিবার চৌদ্দগ্রাম থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানান।

আরও পড়ুন