কুমিল্লা
রবিবার,১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ পৌষ, ১৪৩২ | ২১ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে মদ ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুুপুরে আদালতের মাধ্যমে দু’জনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকার মৃত শামছু মিয়ার ছেলে মোঃ হান্নান মিয়া (৩০) এবং শাহাপুর কাজীপুর এলাকার গোলাম মোস্তফা মনিরের ছেলে মোঃ শহিদুল ইসলাম (১৯)।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আব্দুল্লাহ আল ফারুকী সোমবার বিকেলে নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে জানান, গোপন গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্ব প্রাপ্ত বিজিবি সদস্যরা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী নামক স্থান হতে ৮ টি ইয়াবা ট্যাবলেটসহ হান্নান মিয়াকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে কারাগারে প্রেরণ করা হয়।

এ ছাড়াও পৃথক আরেকটি অভিযানে একই এলাকা থেকে ৪ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ি শহিদুল ইসলাম আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে কারাগারে প্রেরণ করা হয় বলে ভারপ্রাপ্ত অধিনায়ক আব্দুল্লাহ আল ফারুকী জানান।

আরও পড়ুন