কুমিল্লা
বুধবার,১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ পৌষ, ১৪৩২ | ২৪ রজব, ১৪৪৭
শিরোনাম:

বুড়িচংয়ে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তিন দিন ব্যাপি প্রশিক্ষন শুরু

যুব উন্নয়ন অধিদপ্তর বুড়িচং উপজেলার সহযোগিতায় আলোকিত যুব উন্নয়ন সংস্থা আয়োজিত তিন দিন ব্যাপি রাজস্ব খাত ভুক্ত নারীর ক্ষমতায়নের লক্ষ্যে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বুড়িচং উপজেলার শ্রীমন্তপুর এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুরু হয়।

প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলাযুব উন্নয়ন অফিসার-মোহাম্মদ গোলাম আজম।

বিশেষ অতিথি ছিলেন, শ্রীমন্তপুর এম.এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোসলেম ও ২নং বাকশিমুল ইউনিয়ন পরিষদের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা। আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন, বুড়িচং প্রাণি সম্পদ অধিদপ্তরের উপ-সহকারী মোঃ গোলাম মোস্তফা ও বুড়িচং যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার কাজী মুজিবর রহমান।

উল্লেখ্য আনন্দপুর ও শ্রীমন্তপুর গ্রামের ২৫ জন নারীর অংশগ্রহনে শুরু হয়েছে উক্ত প্রশিক্ষন কর্মশালা।

আরও পড়ুন