কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

সৌদেতে গাড়ির ধাক্কায় কুমিল্লার যুবক নিহত

নিহত মামুন চৌধুরী / ফাইল ছবি

সৌদি আরবে গাড়ির ধাক্কায় মামুন চৌধুরী (৩২) নামের কুমিল্লার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে তাবুক শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের মৃত শাহ আলম চৌধুরীর ছেলে। তার মৃত্যুতে বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতন।

নিহত মামুন চৌধুরীর চাচাতো ভাই মফিজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নতুন কুমিল্লাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামুন ছিল তার বাবার বড় ছেলে। বাবা মারা যাওয়ার পর পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল মামুন। পাঁচ বছর যাবৎ সে সৌদি আরবের তাবুক শহরে থাকতেন। গত ১০ মাস আগে বাড়িতে এসেছিলেন। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন