কুমিল্লা
শনিবার,১০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ পৌষ, ১৪৩২ | ২০ রজব, ১৪৪৭
শিরোনাম:

চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, মাদক চোরাকারবারীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৩ আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, হত্যা মামলার আসামী পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের শাহ আলমের ছেলে শাকিল হোসেন (২৮), মাদক মামলার আসামী বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে হারুন (৩৫), আবদুর রউপের ছেলে মমিন (৩০), আবদুল মালেকের ছেলে ইউনুছ(৩৮), উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুরের তৈয়ব আলীর ছেলে আবু মিয়া (৩৪), ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়ার আবদুল হকের ছেলে খোকন (৩৪), জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের আবুল কালামের ছেলে সোহেল মিয়া (১৮), উত্তর বেতিয়ারা গ্রামের কবিরুল ইসলামের ছেলে আলম (১৯), চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মমিনের ছেলে আবু বকর ছিদ্দিক (২৭), আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের ছানু মিয়ার ছেলে মমিন (৪০), বাবু মিয়ার ছেলে তারেক (১৮), বেলাল হোসেনের ছেলে রিয়াদ (১৮) ও ভাজনকরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শাহাদাত হোসেন (২৪)।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা নতুন কুমিল্লাকে এ তথ্যটি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন