কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

চকবাজার ট্রাডেজির ঘটনায় দক্ষিণ আফ্রিকায় দোয়া

দক্ষিণ আফ্রিকা থেকে প্রকাশিত মাসিক ফোকাস বাংলা ও শাপলা টিভির উদ্যোগে সম্প্রতি পুরান ঢাকার চুড়িহাট্টার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী বাদ মাগরিব দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের ফোর্ডসবার্গ বিসমিল্লাহ রেস্টুরেন্টে ফোকাস বাংলা সম্পাদক জনাব নোমান মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় এই দোয়ার মাহফিল ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন দক্ষিণ আফ্রিকা সভাপতি মুফতি কামাল উদ্দিন।

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন মাসিক ফোকাস বাংলা’র নির্বাহী সম্পাদক মিজানুর রহমান রাসেল, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল মুনিম মুন্না, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ওমর শরীফ খান, যুব সংগঠক সারওয়ার হোসেন, সোহাগ আহমদ, আব্দুল মুমিন প্রমূখ।

অনুষ্ঠানের শেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান। তিনি চকবাজার হত্যাকান্ডে নিহত ও আহতদের জন্য দোয়া করেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ সরকারের কাছে দাবী জানিয়ে বলেন, আবাসিক এলাকা থেকে অতিসত্বর ক্যামিকেল গোডাউন সরাতে হবে। তাছাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহযোগিতা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবী জানান।

এছাড়া দক্ষিণ আফ্রিকা পোর্টএলিজাবেথ প্রবাসী বাংলাদেশীরা। এক‌ই সময় কোস্টেন নামক স্থানে স্থানীয় বাংলাদেশী এবাদত খানায় চকবাজারে আগুনে পুড়ে নিহতদের মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন। এবং স্থানীয় প্রবাসীরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

আরও পড়ুন