কুমিল্লা
শুক্রবার,১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ কার্তিক, ১৪৩২ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

ব্রাহ্মণপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা দখল করে উপজেলার দক্ষিণ চান্দলা টানাব্রীজ সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে দোকানঘর নির্মাণ করায় বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক এর নির্দেশে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এই উচ্ছেদ এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা নতুন কুমিল্লাকে জানান, একটি একটি মহল দক্ষিণ চান্দলা টানাব্রীজের উত্তর পূর্ব পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে দোকানঘর নির্মাণ করে। দুপুরে জেলা প্রশাসক এর নির্দেশে গড়ে উঠা এই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই সময় উপজেলা সার্বেয়ার মোঃ রুহুল আমিন, চান্দলা ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার মোঃ নায়েব আলী ও থানার এসআই তীথংকর দাশ এর নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন