কুমিল্লা
রবিবার,১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ পৌষ, ১৪৩২ | ২১ রজব, ১৪৪৭
শিরোনাম:

উপজেলা নির্বাচন :

কুমিল্লায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী অপহৃত

অপহৃত দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী / ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ভূঁইয়া ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়ালকে অপরহরণ করা হয়েছে। বুধবার (৬ মার্চ) বিকেল ৩টার দিকে কুমিল্লা ডিসি অফিস এলাকা থেকে তাদের দু’জনকে অপরহরণ করে এক দল দুর্বৃত্ত।

জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু বুধবার রাত ১০টার দিকে নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইকবাল হোসেন রাজু জানান, বুধবার কুমিল্লা ডিসি অফিসে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিকেল ৩টার দিকে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ভূঁইয়া ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়ালকে একটি মাইক্রোবাসে তুলে। এ সময় দুর্বৃত্ত দল মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর দিতে বলে দু’জনকে। তারা স্বাক্ষর দিতে অসম্মতি জানালে মাইক্রোবাসটি তাদের নিয়ে ঢাকার দিকে চলে যায়।

তুলে নিয়ে যাওয়ার পর তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জাপার এই নেতা বলেন, আব্দুল আউয়ালের ফোনে কল দিয়েছিলাম। সে বলেছেন খুব বিপদে আছি। রাত ১০ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। সরকার দলীয় লোকজন এই ঘটনাটি করে থাকতে পারেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

অপহরণে ৭ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশকে কেন বিষয়টি জানানো হয়নি এমন প্রশ্ন করা হলে ইকবাল হোসেন রাজু বলেন, আমরা প্রথমে চার দিকে খোঁজ লাগিয়ে দেখছি কোন সন্ধান পাওয়া যায় কিনা। অন্যথায় রাতের অংশে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হবে বলে তিনি জানান।

এ বিষয়ে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার নতুন কুমিল্লাকে বলেন, অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন