কুমিল্লা
শুক্রবার,১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ কার্তিক, ১৪৩২ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সিয়াম আহম্মেদ (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। রোববার (১০ মার্চ) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানায়, সকালে সে শিম পাড়ার উদ্দেশ্যে পাশের বাড়ির একটি টিনের ঘরের চালায় উঠে। এ সময় চালার পাশ দিয়ে টানা বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সুব্রত দেব তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. সাইফুর রহমান আজাদ নতুন কুমিল্লাকে বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -০৩ এর ডিজিএম মো. আজিজুর রহমান সরকার নতুন কুমিল্লাকে বলেন, শিম পাড়তে গিয়ে সে অসাবধনতাবশত তারে জড়িয়ে নিহত হয়েছে। সেখানে বিদ্যুৎ পরিবাহী তার নিরাপদ দূরত্বেই ছিল বলে তিনি দাবী করেন।

আরও পড়ুন