কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

চৌদ্দগ্রামে ১২৫ বোতল ফেনসিডিল মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শরীফুল ইসলাম (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক শরীফুল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে।

চৌদ্দগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন দাশ রোববার (১০ মার্চ) দুপুরে নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শালুকিয়া এলাকায় অভিযান চালিয়ে থেকে ১২৫ বোতল ফেনসিডিলসহ শরীফকে আটক করা হয়। রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে এএসআই সুজন দাশ জানান।

আরও পড়ুন