কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

নাঙ্গলকোটে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

কুমিল্লার নাঙ্গলকোটে বিশেষ অভিযান চালিয়ে চার মাদক সেবনকারিকে আটক করেছেন পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট সোহেল রানার আদালতে হাজির করলে তিনি এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌরসদরের দাউদপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে সেলিম জাহাঙ্গীর,হরিপুর গ্রামের মৃত. মীর হোসেনের ছেলে মজিবুর রহমান, রায়কোট দক্ষিণ ইউপির তুলাতলি গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহাদাত হোসেন, মৌকরা ইউপির ছোট ফতেহপুর গ্রামের শামসুল হক, পেটেনশাহ (বাবার) ছেলে আব্দুল মান্নান।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) দিবাকর নতুন কুমিল্লাকে জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে এদের ৪জনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে চার জনের সাজা হলে পর কুমিল্লা কেন্দ্রীকারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন