কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী।
রবিবার (৩১ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আবু তাহের।
নির্বাচনে তিনি পেয়েছেন ৪০ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর খান চৌধুরী পেয়েছে ২২ হাজার ভোট।

আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের ও আখলাক হায়দার / ফাইল ছবি
অপরদিকে বুড়িচংয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও দলের উপজেলা কমিটির সহ-সভাপতি আখলাক হায়দার।
তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসেম খান পেয়েছেন ২৯ ৭৩৮ ভোট।
রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য উপজেলাগুলোয় ভোট গণনা চলছিল।





