কুমিল্লা
মঙ্গলবার,১৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭
শিরোনাম:

নুসরাত হত্যার বিচার দাবিতে ভিক্টোরিয়া কলেজে মানববন্ধন

ফেনীর সোনাগাজী মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১এপ্রিল) দুপুর ২টায় কলেজের ডিগ্রি শাখায় অবস্থিত “হৃদয়ে বঙ্গবন্ধু” ম্যুরালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া কলেজ সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জিতেন্দ্র নাথ তরফদার, কলেজের দ্বি-মাসিক সৃজনশীল মুখপত্র ক্যাম্পাস বার্তা সম্পাদক আর. কে.নীরব, সাংবাদিক সমিতির সভাপতি মাহদী হাসান, কলেজ থিয়েটারের সভাপতি রিপন চৌধুরী আপন, সাধারণ সম্পাদক নূর হোসেন রাজিব, বাঁধনের কেন্দ্রীয় প্রতিনিধি রমজান হোসেন সহ বিতর্ক পরিষদ এবং রেডক্রিন্ট এর নেতৃবৃন্দ ।

কলেজের সকল সংগঠনের সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা ‘জাস্টিস ফর নুসরাত ,’ ‘অপরাধীদের ফাঁসি চাই,’ ‘ ধর্ষকদের ধর্ম নাই,’ ‘ভাইয়ের কাধে বোনের লাশ, দেখতে হবে কত মাস?’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।

এসময় প্লেকার্ড প্রদর্শন করে রাফির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ভিক্টোরিয়া কলেজের দ্বি-মাসিক মুখপত্র ক্যাম্পাস বার্তা সম্পাদক আর.কে.নীরব বলেন, প্রশাসনের কাছে অনুরোধ, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। সুষ্ঠু বিচার না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তরুণ সমাজকে সবার আগে জেগে উঠতে হবে। কারণ একমাত্র তারুণ্যের প্রতিবাদী শক্তিই পারে সমাজ থেকে সকল অন্যায় মুছে দিতে।

আরও পড়ুন