কুমিল্লা
শুক্রবার,১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ কার্তিক, ১৪৩২ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

‘৪২ সেক্টরে নতুন মজুরি নির্ধারণের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন বাড়িয়েছেন। এছাড়াও আরও ৪২টি সেক্টর রয়েছে। সেখানেও তিনি নতুন করে মজুরি নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার (১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মে দিবস উপলক্ষে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক মালিক ঐক্যগড়ি, উন্নয়নের শপথ করি প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে কর্মসূচিটি পালন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এক সময় আমরা নিরাপদ কর্মসংস্থানের জন্য আন্দোলন করেছি। এই আন্দোলন শুরু হয় ১৮৮৬ সালের ১ মে থেকে। সেদিন আমেরিকার শিকাগো শহরে দৈনিক ৮ ঘণ্টা কর্মসময়ের দাবিতে আন্দোলন হয়েছিলো। সেই সুফল আজ পৃথিবীর সব শ্রমজীবীরা ভোগ করছে।

আরও পড়ুন