কুমিল্লা
রবিবার,১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ পৌষ, ১৪৩২ | ২১ রজব, ১৪৪৭
শিরোনাম:

দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর সুফল: 

কুমিল্লা থেকে ঢাকা এখান মাত্র ৯০ মিনিটের যাত্রা!  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার (২৫ মে) দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এই ২টি সেতু নির্মাণের সুফল পেতে শুরু করেছে কুমিল্লাবাসী।

এর আগে ঢাকা থেকে কুমিল্লা এই ৯৭ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগতো প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা। সেতু ২টি উদ্বোধনের পর ৯৭ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে বর্তমানে মাত্র দেড় থেকে ২ ঘণ্টা।

গতকাল শনিবার ছুটির দিন থেকে আজ রবিবার (২৬ মে) বিকেলে এ রিপোর্ট লিখা পর্যন্ত মহাসড়কে কোন যানজট ছিলোনা। এতে ঘুরমুখো যাত্রী, চালক, পরিবহন মালিকেরা খুশি।

মহাসড়কে গাড়ি চালকদের সাথে কথা বললে তারা জানান, আগে ৯৭ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগতো ৬ থেকে ৮ ঘন্টা। বর্তামানে সময় লাগছে দুই থেকে দেড় ঘণ্টা মাত্র।

যাত্রীরা বলছেন, মাত্র দেড় ঘণ্টায় ঢাকায় আসা-যাওয়া করতে পারছি। রাস্তা ফাঁকাই বলা চলে। জাঙ্গালিয়া বাস টার্মিনালে রয়েল কোচের যাত্রী আনোয়ার ও আরিফ রহমান বলেন, আজ ঢাকা থেকে আসতে সব মিলে তাদের এক ঘণ্টা ৪০ মিনিট লেগেছে। এতে দু’জনই খুবই অনন্দিত।

আরও পড়ুন