কুমিল্লা
শুক্রবার,১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২ মাঘ, ১৪৩২ | ২৬ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লার হোমনায় শিয়ালের কাঁমড়ে ২ নারী গুরুতর আহত

ফাইল ছবি

কুমিল্লার হোমনায় শিয়ালের কামড়ে জোহরা বেগম (৬৫) ও আয়েশা বেগম (৩৫) নামের দুই নারী মারাত্বকভাবে আহত হয়েছে। সোমবার (২৭ মে) বিকালে উপজেলার ওপারচর গ্রামের পাইয়া গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত জোহরা বেগম ওপারচর জোহরা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা শহিদ উল্লাহ’র স্ত্রী এবং আয়েশা বেগম শহীদ উল্লাহ’র ভাতিজা গোলাম মোস্তফার ছেলে লিটনের স্ত্রী।

আহত আয়েশা বেগমের স্বামী লিটন নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সোমবার বিকাল ৫ টায় লিটনের স্ত্রী আয়েশা বেগম বাড়ির উঠানে কাজ করার সময় হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড়াতে শুরু করে। এ সময় তার চিৎকার শুনে বাঁচাতে জোহরা বেগম এগিয়ে আসলে তাকেও শিয়ালটি কাঁমড়িয়ে মারাত্বকভাবে আহত করে।

পরে স্থানীয়রা শিয়ালটিকে মেরে তাদের দু’জনকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

আরও পড়ুন