কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লা মহানগরীতে ছিনতাইকালে নারী ছিনতাইকারী আটক!

কুমিল্লা নগরীতে সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় স্বর্ণা সরকার (২৩) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ মে) কুমিল্লা মহানগরীর ঝাউতলা এলাকায় ওয়াই ডাব্লিউ সি স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

আটক নারী ছিনতাইকারী স্বর্ণা সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মোহনপুর গ্রামের সুদন সরকারের স্ত্রী। তিনি কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী ফজলুর রহমান নতুন কুমিল্লা.কমকে জানান, লালমাই উপজেলার কাছিয়া পুকুরিয়া এলাকা থেকে সোমবার স্ত্রীকে নিয়ে কুমিল্লা ডায়াবেটিক হসপিটালে চিকিৎসার জন্য যাই। চিকিৎসা শেষে সিএনজি চালিত অটোরিকশায় করে কান্দিপাড় যাচ্ছিলাম। ওই গাড়িতে উঠার সময় পিছনে দুইজন নারী ছিলেন।

তাই স্ত্রীকে পিছনে বসিয়ে তিনি চালকের সাথে বসেন। ঝাউতলা ওয়াই ডাব্লিউ সি স্কুলের সামনে পৌঁলে নারী ছিনতাইকারী স্বর্ণা সরকার তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নবাব ফয়জুন্নেছা স্কুল সড়কের দিকে পালানোর চেষ্টা করে।

এ সময় স্থানীয়দের সহায়তায় টহল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নারী ছিনতাইকারী স্বর্ণা সরকারকে থানা হাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন