কুমিল্লা
শুক্রবার,১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ কার্তিক, ১৪৩২ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

যাত্রীবাহী বাস-লেগুনার সংঘর্ষে চালকসহ নিহত ৯

যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে নয় জন নিহত হয়েছেন। রবিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বোয়ালিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বড়হর গ্রামের ইনসাফ আলীর ছেলে আক্তার (৪১), একই উপজেলার কয়রাকৃষ্ণ গ্রামের রেজাউল করিমের ছেলে নুর ইসলাম (৪৩) জব্বারের ছেলে মোহাম্মদ (৩৭), সবুজ (২৩), জয়নাল সরকারের ছেলে জয়েন উদ্দীন (৫০), বেদকান্দি গ্রামের গফুর ফকিরের ছেলে মান্না (৪৫) পাগলা গ্রামের ইউনুছ আলীর ছেলে রেজাউল (৩৫)। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। এর সবাই লেগুনার যাত্রী ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৩৭) বোয়ালিয়া ব্রিজের ওপর ওঠা মাত্র উল্লাপাড়া থেকে ছেড়ে আসা হাটিকুমরুলগামী একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ড্রাইভারসহ ৮জন নিহত হন। এ ঘটনায় আহত হয় বাস ও লেগুনার অন্তত ২০ যাত্রী।

আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জন নিহত হন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুল হামিম সাংবাদিকদের জানান, এলাকাবাসীর সহযোগিতায় ২০ মিনিটের মধ্যে আহত ও নিহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন