কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লায় সাজাপ্রাপ্ত ইউপি সদস্য নজরুল গ্রেফতার

বনবিভাগের দায়ের করা একটি মামলায় কুমিল্লার মুরাদনগরে সাজাপ্রাপ্ত আসামী ইউপি সদস্য নজরুল ইসলাম ভোলাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বনবিভাগের অনুমোদন ছাড়া ডুমুরিয়া বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে করাতকল (স’মিল) ব্যবসা চালিয়ে আসছিলো। অবৈধ ভাবে ব্যবসা পরিচালনার অপরাধে বনবিভাগ কতৃপক্ষ কুমিল্লা বন আদালতে ২০১৭ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

ওই মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

সাজাপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম ভোলা ডুমুড়িয়া তার নিজ বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) বাদলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম নতুন কুমিল্লা.কম-কে বলেন, বনবিভাগের করা একটি মামলায় নজরুল ইসলামের এক বছর সাজা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করে মঙ্গলবার (৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন