কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লায় জনবসতির উপর ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন স্থাপন

কুমিল্লার বুড়িচংয়ে জনবহুল এলাকার দিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৩ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ লাইন স্থাপন করা হচ্ছে। লাইনটি স্থাপন করা হলে জনসাধারণের জান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃক শতাধিক বসতবাড়ির উপর দিয়ে নতুন করে বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ অব্যহত রাখার ফলে এলাকাবাসী গত ১২ জুন পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনালের ম্যানেজার বরাবর স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবদুল মতিন খসরুর সুপারিশক্রমে বসতবাড়ির উপর দিয়ে বিদ্যুৎ লাইন না নিয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় এলাকাবাসী একটি লিখিত আবেদন করে।

বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্তৃপক্ষ আবেদনটির বিষয় বিবেচনা না করে নুতন করে লাইন নির্মাণের কাজ অব্যহত রেখেছে।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম নতুন কুমিল্লা.কমকে বলেন, আবেদনের প্রেক্ষিতে জনবসতি ও জনগণের জান মালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হবে।

আরও পড়ুন