কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লার হোমনায় শিয়ালের কামড়ে আহত ১৫

ফাইল ছবি

কুমিল্লার হোমনায় শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে উপজেলার শ্রীমদ্দি এবং গোয়ারীভাঙা গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এর আগে আরও ১০ জন শিয়ালের কামড়ে আহত হয়েছিল।

আহতরা হলেন, উপজেলার শ্রীমদ্দি গ্রামের আতরের নেসা (৬৫) ও বাদশা মিয়া (১৯), গোয়ারীভাঙা গ্রামের মোসাম্মৎ কুহিনুর বেগম (৫০), ইদ্রিস মিয়া (৬৫) ও অহিমন (৫০)।

গুরুতর আহত শ্রীমদ্দি গ্রামের আতরের নেসাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান নতুন কুমিল্লা.কম-কে জানান, শুক্রবার রাতে শ্রীমদ্দি গ্রামের দুজন এবং গোয়ারীভাঙা গ্রামের তিনজনসহ মোট ৫জন শেয়ালের কামড়ে মারাত্মকভাবে আহত হন। তারা রাতে এবং সকালে হাসপাতালে এসেছেন বলে তিনি জানান।

আরও পড়ুন