কুমিল্লা
সোমবার,১২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ পৌষ, ১৪৩২ | ২২ রজব, ১৪৪৭
শিরোনাম:

নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন দুপুরে নাঙ্গলকোট রেলস্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাত ওই নারী রেললাইন পার হতে গিয়ে দ্রুতগতির ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে লাকসাম জিআরপি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লাকসাম জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন নতুন কুমিল্লা.কম-কে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খন্ডবিখন্ড লাশ উদ্ধার করে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন