কুমিল্লা
মঙ্গলবার,১৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭
শিরোনাম:

এডিস মশা নিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়া ঠিক হবে না: সমবায়মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এডিস মশা নিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়া ঠিক হবে না। আতঙ্কিত হওয়ার কারণও নেই। এই মৌসুমি মশার উপদ্রব থেকে জাতিকে রক্ষা করতে সরকার সর্বাত্মক কাজ করছে। এডিস মশাকে দমন করতে পারব বলে আমাদের বিশ্বাস রয়েছে।

শনিবার (২৭ জুলাই) কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটোরিয়ামে দুই দিনব্যাপী ৫২তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাজুল ইসলাম আরো বলেন, এডিস মশা ও ডেঙ্গু জ্বরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমরা। মানুষের সতর্কতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এডিস মশার প্রাদুর্ভাব কমে যাবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোন মানুষ ক্ষতিগ্রস্ত হোক সরকার এটা কোনোভাবে চায় না।

বার্ডের মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, সম্মেলনের আহ্বায়ক ও বার্ডের পরিচালক মিলন কান্তি ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন