কুমিল্লার বরুড়ায় পুকুরের পানিতে ডুবে মো.সামির হোসেন (১৭ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সামির উপজেলার চিতড্ডা ইউনিয়নের চিতড্ডা গ্রামের সৌদি প্রবাসী মো.জাকির হোসেনের ছেলে।
আরও পড়ুন>>> কুমিল্লায় নিখোঁজের দেড় বছর পর মা-বাবার কোলে ফিরলেন শিশু রাব্বি
নিহত সামিরের নানা রোটা. ওমর ফারুক নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে পরিবারের সকলের অজান্তে খেলার চলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সামির। দীর্ঘ সময় ধরে তাকে না দেখে স্বজনরা বিভিন্ন দিকে খোঁজা-খুঁজি করতে থাকে।
এক পর্যায়ে দুপুর ১২টার দিকে সে পুকুরের পানিতে ভেসে উঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।





