কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে কথিত ‘ব ন্দু ক যু দ্ধে’ তিন ডা কা ত নিহত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কোমাল্লা গ্রামে ডা কা তি র প্রস্তুতিকালে ব ন্দু ক যু দ্ধে র এই ঘটনায ঘটে বলে দাবি পুলিশের।
নিহতরা হলেন উপজেলার জগতপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে অলী মিয়া (৪০), দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে বাবুল মিয়া (৩৮) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদ মিয়া (২৬)।
সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে ওই এলাকায় বেশ কয়েক জনের একটি একদল ডা কা ত দ ল ডা কা তি র প্রস্তুতি নিচ্ছে বিশ্বস্ত সূত্রের এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বুড়িচং থানা পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। এ সময় পুলিশকে লক্ষ করে ডাকাতরা গু লি ছোড়ে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গু লি ছুড়ে। এতে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তিন জনকে পড়ে থাকতে দেখলে পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস নতুন কুমিল্লা.কমকে জানান, বিষয়টি নিয়ে সকালে প্রেস ব্রিফিং করা হবে। সেখানেই পুলিশের পক্ষ থেকে বিস্তারিত আপনাদের জানানো হবে।
নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের জরুরি বিভাগে দায়িত্বরত মো.মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।





