কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর একমাত্র সরকার অনুমোদিত ওষধ দোকান মেডিসিন স্কয়ারে জরিমানা করেছে ওষধ প্রশাসন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিবার্হী ম্যাজিষ্ট্রেট এ কে এম ফয়সাল ও জেলা ওষধ তত্ত্বাবধারক শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অনুমোদনহীন ও সরকারি ওষধ সংরক্ষণের কারণে মেসার্স মেডিসিন স্কয়ারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের খবর পেয়ে মেডিল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, কুচাইতলী সিটিস্ক্যান, হেল্থভিউ সিটিস্ক্যান, চৌদ্দগ্রাম মেডিকেল হল, তাহের, ময়নামতি, মর্ডাণ মেডিসিন, বিসমিল্লাহ, কাজী ড্রাগ, অাল মদিনা, শাহরাস্তি, সাবা মেডিকেলসহ বেশ কয়েকটি ওষধ দোকান বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ওষধ তত্ত্বাবধারক শফিকুল ইসলাম নতুন কুমিল্লা.কমকে জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালিন সময় যে সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল তাদের বিরুদ্ধে অাইনানুব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতালের সামনের ফার্মেসীগুলোতে অহরহ সরকারি ওষধ পাওয়ার বিষয়ে কুমেক হাসপাতাল পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী নতুন কুমিল্লা.কমকে বলেন, ফার্মেসীর মালিকরাই ভালো জানে তারা কোথায় থেকে সরকারি ওষধ কিভাবে সংগ্রহ করেন।
হাসপাতালের ওষধ বাহিরে বিক্রি হওয়ার পথ বহু অাগেই বন্ধ হয়ে গিয়েছে বলে তিনি দাবী করেন।





