কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

ভিক্টোরিয়া কলেজে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ নামে একটি উন্নয়নমূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কলেজের সরকারি কর্মচারীদের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই সংগঠনের অনুমোদন দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া।

সংগঠনের সকল সদস্যদের সম্মতিতে প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব লাভ করেন কলেজের হিসাব রক্ষক আব্দুল হান্নান, এবং সাধারণ সম্পাদক মো: আমিন ভূঁইয়া।

নতুন কমিটি গঠন শেষে সংগঠনের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

পাশাপাশি অধ্যক্ষ মহোদয়কে সাথে নিয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন এর নেতৃত্বে সকল সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ‘হৃদয়ে বঙ্গবন্ধু” ম্যুরাল এ পুষ্পার্ঘ্য অর্পন করেন ।

আরও পড়ুন