কুমিল্লা
বৃহস্পতিবার,১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১ মাঘ, ১৪৩২ | ২৫ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় টিফিনের টাকায় ১ লক্ষ গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ তাদের নিজস্ব উদ্যোগে ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচী শেষ করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় কুমিল্লার বুড়িচং উপজেলার কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা’ শ্লোগানে কাজীমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় ও ঘোষণগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৮’শ গাছের চারা বিতরণের মাধ্যমে ওই কর্মসূচী সমাপ্ত করা হয়।

চারা গাছ বিতরণের পূর্বে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংক্ষিপ্ত অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেলের সঞ্চালনায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি জামাল খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.অাব্দুল মজিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন, ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন, ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া অাক্তার,

লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক অাশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া, কুমিল্লা দক্ষিন জেলা শাখার সভাপতি এম অানোয়ার মজুমদার বাঁধন, লাকসাম শাখার সভাপতি মাহমুদুল, দেবিদ্বার শাখার সাধারণ সম্পাদক অানিছুর রহমান, সদস্য নাজমুল, পারভেজ প্রমুখ।

সংগঠনের সভাপতি কাওসার অালম বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে চলতি বছরের গত ২৩ জুলাই কুমিল্লার বিবির বাজার উচ্চ বিদ্যালয় থেকে কার্যক্রমটি শুরু হয়। প্রায় ৪ মাসে দেশের ৩০ টি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ গাছের চারা বিতরণ করা হয়েছে।

কাজীমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমেই এই কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরও পড়ুন