কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নগরীর ২৪নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের একটি ছাত্রাবাস থেকে শাহাদাত হোসেন সাব্বির (১১) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত সাব্বির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের যশপুর গ্রামের কৃষক হুমায়ুন কবির মোল্লার ছেলে।

সে এবছর ল্যাবরেটরীর প্রাইমারী শাখা থেকে পিএসসি পাশ করে। বর্তমানে ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র তার বড় ভাই শাখাওয়াত হোসেন সৈকতের সঙ্গে ছাত্রাবাসে থেকে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

২৪ ডিসেম্বর তার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকেল ৩টায় খেলতে গিয়ে ছাদের বেলকনির বাইরে পাইপের সঙ্গে তার ঝুলন্দ লাশ দেখতে পায় হোস্টেলের অন্য ছাত্ররা। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এঘটনায় নিহতের পিতা হুমায়ন কবির বাদী হয়ে গতকাল রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করেছেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম সহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের মোস্তফাপুরস্থ আবদুল আলী ফিলিং স্টেশনের উল্টোপাশের ঝোঁপ থেকে বৃহস্পতিবার রাত অনুমান ৮টায় অজ্ঞাত (৪০) একজনের লাশ উদ্ধার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক আকতার হোসেন। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক তদন্ত কমল কৃষ্ণ ধর নতুন কুমিল্লা.কমকে বলেন, সাব্বিরের পিতা অপমৃত্যুর মামলা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এছাড়া মোস্তফাপুর থেকে উদ্ধারকৃত লাশের চেহারা বিকৃত হওয়ায় ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন