কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

লাকসামে ছাত্র-ছাত্রীদের মাঝে জার্মানীর বৃত্তি প্রদান

জার্মানীর যুবশক্তি (ঔটএঊঘউঋঙজউঊজটঘএ ঊ.ঠ.) সংগঠনের উদ্যোগে লাকসাম উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম রেলওয়ে হাইস্কুল মিলনায়তনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহব্বত আলী। সংস্থার কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর আলহাজ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাহাবুদ্দিন তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের,

ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল ফয়েজ, উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস মিয়া, লাকসাম রেলওয়ে হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সহ-প্রধান শিক্ষক কামরুল হাসান, ধর্মীয় শিক্ষক মোঃ জসিম উদ্দিন মজুমদার, লাকসাম ওয়ান ব্যাংকের ম্যানেজার মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে এ সংস্থার উদ্যোগে অত্রাঞ্চলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তম্মধ্যে ৬ষ্ঠ-৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ৫শ’ টাকা, ৯ম-১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ৭শ’ টাকা ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১ হাজার ১শ’ টাকা হারে প্রদান করা হয়।

এছাড়াও কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যয়নরত জান্নাত মজুমদার নামে এক ছাত্রী এককালীন ২০ হাজার টাকা প্রদান করা হয়। ওইদিন উত্তরদা উচ্চ বিদ্যালয়, খিলা আজিজ উল্যাহ উচ্চ বিদ্যালয়, আতাকরা স্কুল এন্ড কলেজে, আজগরা হাজী আলতাপ স্কুল এন্ড কলেজ, রেলওয়ে হাইস্কুল (এ. মালেক ইন্সটিটিউশন), বরইগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়,

নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের নির্বাচিত ২৬ জন শিক্ষার্থীর মাঝে বিগত ৪ মাসের বৃত্তির টাকা প্রদান করা হয়। এদের মধ্যে রয়েছে, ৬ষ্ঠ শ্রেণির ৫ জন, ৭ম শ্রেণির ৭ জন, ৮ম শ্রেণির ৫ জন, ৯ম শ্রেণির ১ জন, ১০ম শ্রেণির ৪ জন, একাদশ শ্রেণির ৩ জন, দ্বাদশ, মেডিকেল কলেজ ও মেরিন কলেজের ১ জন করে শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।

আরও পড়ুন