কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

কুমিল্লায় সাংবাদিকের উপর হামলার অভিযোগ

প্রতীকী ছবি

কুমিল্লার মনোহরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো.কুদরত উল্যাহর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে কুদরত উল্যাহ বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সাংবাদিক কুদরত উল্যাহ নতুন কুমিল্লা.কমকে জানান, তার বাবা হাফেজ উল্যাহর পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এমরান হোসেন ও আক্তার হোসেনের পরিবারের সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে। শুক্রবার সকালে তার পরিবারের লোকজন হাফেজ উল্যাহর স্ত্রী (কুদরত উল্যার মা) হোসনেয়ারা বেগমের নামে থাকা দখলীয় সম্পত্তিতে গাছ কাটতে গেলে এমরান হোসেন ও আক্তার হোসেন নেতৃত্ব দিয়ে কয়েকজনকে লোককে নিয়ে গিয়ে তাদের বাধা প্রদান করেন।

এ সময় কুদরত উল্যাহ সেখানে উপস্থিত হয়ে কেন তার পরিবারকে গাছ কাটতে বাধা দেওয়া হচ্ছে জানতে চাইলে, এমরান হোসেন ও আক্তার হোসেন প্রথমে তাকে গালমন্দ করে। এক পর্যায়ে তারা কুদরতের উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা কুদরতকে আহতাবস্থা উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর ওইদিন বিকেলে এই ঘটনার সঙ্গে জড়িতদের অভিযুক্ত করে থানায় তিনি থানায় একটি অভিযোগপত্র দালিখ করেন।

তবে এই বিষয়ে অভিযুক্ত এমরান হোসেন নতুন কুমিল্লা.কমকে বলেন, কুদরত সম্পর্কে আমার ছোট ভাই। তারা আমাদের লাগানো গাছ কাটতে গেলে আমরা তাদের গাছ না কাটতে বলি। এনিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আর আমরা তাকে মারধর করিনি। বড় ভাই হিসেবে চড়-থাপ্পর দিয়ে তাকে শাসন করেছি। আমাদের বিরুদ্ধে তাদের এসব অভিযোগ মনগড়া।

এদিকে, কুদরত উল্লার দেওয়া অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দেবনাথ।

আরও পড়ুন