কুমিল্লা
শনিবার,১০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ পৌষ, ১৪৩২ | ২০ রজব, ১৪৪৭
শিরোনাম:

বরুড়ায় “বরুড়ার কথা” অনলাইন নিউজ পোর্টাল ও আঞ্চলিক অফিস উদ্বোধন

আজ বুধবার (১৮ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা বরুড়া উপজেলা ভাউকসার বাজারে “বরুড়ার কথা” অনলাইন নিউজ পোর্টাল ও আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাসরুল হক, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাউকসার বাজার কমিটির সাধারণ সম্পাদক আলী হায়দার, বিশিষ্ট ব্যবসায়ীক ও দানবীর হাজী মোঃ বিল্লাল হোসেন, ভাউকসার বাজার বিশিষ্ট ব্যবসায়ীক মাওলানা আমিনুল ইসলাম, আরও উপস্থিতি ছিলেন সালামত মেম্বার, শফিক মেম্বার, আমির হোসেন, শাহ পরান, দেলোয়ার হোসেন, আলমগির, নোমান পন্ডিত সহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়ার কথা প্রধান সম্পাদক বিএম মহসিন, সঞ্চালনা করেন বরুড়ার কথা সম্পাদক সুজন মজুমদার, তত্ত্বাবধায়ন করেন বরুড়ার কথা প্রধান পৃষ্টপোষক নোমান হোসেন মৌলভী।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ এবং সম্মামনা স্মারক প্রদান করা হয়। সাংবাদিক শাহ আলম শফি, সাংবাদিক এমডি আজিজুর রহমান, কবি সোহেল রানা, সাংবাদিক সাকিব আল হেলাল, লেখক মাহবুবকে গুণীজন সম্মামনা প্রধান করা হয়। ফিতা কেটে বরুড়ার কথা ও আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মি. আনিসুল ইসলাম বলেন, সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। বরুড়ার কথা সচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে, বরুড়াকে বিশ্ব দরবারে পরিচিত করবে। আমি আশা করি বরুড়ার কথা শুধু বরুড়ার নয় একদিন সারা দেশের একটি জনপ্রিয় অনলাইন পোর্টাল হবে”।

বিশেষ অতিথি মি. সৈয়দ মাসরুল বলেন, বরুড়ার কথা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার মধ্যে দিয়ে বরুড়ার তথ্যচিত্র তুলে ধরবেন। আরও বক্তব্য রাখেন হাজী আলী হায়দার সহ আরও অনেকে।

আরও পড়ুন