কুমিল্লা
রবিবার,১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭

লালমাইতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগ

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে-লালমাই উপজেলায় দেখা দিয়েছে বোরো ধান কাটার শ্রমিক সংকট। খবর পেয়ে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসানের উদ্যোগে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জাফরপুর গ্রামে কৃষকদের অন্তত ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী।

তাদের এমন ব্যতিক্রম কাজের সেবামূলক উদ্যোগ স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


পেরুল দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান বলেন, করোনার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উত্তরবঙ্গের কৃষি শ্রমিক না আশাতে এলাকার কৃষকরা বিপাকে পড়ে যায়। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে একাধিক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন