কুমিল্লার লাকসাম পৌরসভার উত্তর লাকসাম বেলতলি গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ওই গ্রামের ৪০টি পরিবারকে লকডাউন করেছে প্রশাসন।
আজ সোমবার (২৭ এপ্রিল) লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুল আজিজ লকডাউনে আটকে পড়া ওইসব পরিবারে চাল, ডাল, তেলসহ কয়েক প্রকার সবজি প্রদান করেন।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন কভিড-১৯ আক্রান্ত হওয়ার পরও এলাকায় ঘুরে বেড়িয়েছেন। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়লে প্রশাসন পুরো গ্রামের ৪০ পরিবারকে লকডাউন করে দেয়।
এতে খেটে খাওয়া ওই পরিবারগুলো বেকায়দায় পড়ে। তাদের মানবিক সহয়তার অংশ হিসেবে আ’লীগ নেতা আবদুল আজিজ নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রি বিতরণ করেন।
আ’লীগ নেতা আবদুল আজিজ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নির্দেশনায় আমরা সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।





