কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলমগীর হোসেন পেশায় ট্রাক্টর চালক ছিলেন।

মঙ্গলবার (৫) রাতে উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম মথুরাপুরে বিজিবি ক্যাম্পের পাশেই এই খুনের ঘটনা ঘটে।

এদিকে, এই ঘটনার মূলহোতা রুবেল নামের এক মাদক ব্যবসায়ীতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


মঙ্গলবার রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম পিপিএম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মথুরাপুর গ্রামের বিজিবি ক্যাম্পের উত্তর পাশের বাড়ির আইয়ুব আলী ওরফে পচা মিয়ার ছেলে আলমগীর হোসেনকে মঙ্গলবার রাত ৯ টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একদল মাদক ব্যবসায়ী।

এরপর তারা আলমগীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ও নিহতের পিতা আইয়ুব আলী জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আলমগীরকে এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর ঘটনাটি ঘটেছে বিজিবি ক্যাম্পের শতাধিক হাতের মধ্যে। কিন্তু বাঁচার জন্য বারবার চিৎকার করলেও বিজিবির কেউ এগিয়ে আসেনি।

তারা অভিযোগ করেন, বিজিবির সঙ্গে ওই মাদক ব্যবসায়ীদের সম্পর্ক ভালো। তারা এক সাথে ইফতারও করে। এসব কারনে ওই সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ তাদের।

এই প্রসঙ্গে জানতে চাইলে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম জানান, এ ঘটনার মূল আসামী রুবেলকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে। আর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন