কুমিল্লার লাকসামে নতুন করে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করে। এনিয়ে লাকসামে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।
লাকসাম স্বাস্থ্যবিভাগ কর্তৃক গঠিত করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্য ডা. আবদুল মতিনও নতুন দুইজন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
জানা যায়, গত রোববার (৩ মে) লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)-এর করোনা পজিটিভ আসার পর হাসপাতাল ও আশপাশের এলাকার সন্দেহভাজন আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
তাদের মধ্যে মঙ্গলবার রাতে দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। নতুন দুইজনের মধ্যে একজন করোনায় আক্রান্ত মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)-এর অধীনে প্যাথলজি কাজের প্রশিক্ষণ নিচ্ছিল। অন্যজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সামনিরপুল এলাকার মুদি ব্যবসায়ী।
এদিকে, লাকসামে নতুন করে দুজনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই আক্রান্ত দুইজনকে হোম আইসলোশানে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। এছাড়া তাদের দুইজনের বাড়ি লকডাউন করা হয়েছে।





