করোনাভাইরাসের কুমিল্লা নগরীতে কর্মহীন প্রায় এক শত পরিবারে ‘SHADOW’ (কুমিল্লা মর্ডাণ হাইস্কুল ২০১১ ব্যাচ বন্ধুদের নিয়ে গঠিত কল্যাণ সংস্থা) এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (৮ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় সামাজির দূরত্ব নিশ্চিত করে এ উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল, তেল, পেঁয়াজ, সেমাই, চিড়া ও চিনি।
‘SHADOW’র’ সাথে সংশ্লিষ্টরা জানান, ২০১৫ সাল থেকে কুমিল্লার নগরীর হতদরিদ্রদের সাহায্যের কথা বিবেচনা করে কুমিল্লা মর্ডাণ হাইস্কুল ২০১১ ব্যাচ বন্ধুদের নিয়ে কল্যাণ সংস্থা ‘SHADOW’ প্রতিষ্ঠা করা হয়।
দেশের যে কোন দুর্যোগে এবং দুই ঈদে আমাদের সাধ্যমতে হতদরিদ্রদের সহযোগিতা করে থাকি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।




