সরকারি নির্দেশ অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখার অপরাধে উপজেলার ঘাড়মোড়া ও দুলালপুর বাজারের পাঁচ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
আজ বুধবার (১৩ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের এ সাজা পদান করা হয়।
ব্যবসায়ীরা তাৎক্ষণিক দণ্ডিত টাকা পরিশোধ করেন।
উল্লেখ্য, গত ১০ মে থেকে শর্ত সাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলা রাখার সরকারি নির্দেশনা থাকলেও ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি না মেনে সরকারি নির্দেশ অমান্য করে ইচ্ছেমত ব্যবসা পরিচালনা করতে থাকে।
এ অবস্থায় উপজেলায় করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ১২ মে থেকে ৩১ মে পর্যন্ত উপজেলার শপিংমলগুলো বন্ধ রাখার আদেশ জারি করেন উপজেলা প্রশাসন।





