কুমিল্লা
রবিবার,৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

মুুরাদনগরে করোনায় মৃতদের দাফন করবে যুবলীগ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহে মৃত ব্যক্তিদের ইসলামী নিয়ম অনুযায়ী জানাজা ও দাফন করতে এগিয়ে এসেছে মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগ। এজন্য উপজেলাটিতে একটি ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিবিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলমের তত্বাবধানে উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী করোনায় মৃত ব্যক্তিদের দাফন এবং সমাহিত করার বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

স্বেচ্ছায় জানাজা ও দাফন কমিটির আহ্বায়ক হলেন- মুরাদনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রুহুল আমিন, যুগ্ম আহবায়ক আবুল বাশার, ইয়াসিন আরাফাত বাবু, বশির উজ্জামান মুন্সি, মামুন চৌধুরী, সাইফুল ইসলাম, নাছির হোসেন, মোমেন হক, আলাউদ্দিন বেপারী, রেজাউল করিম ও মাহবুবুল আলম।

মুরাদনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রুহুল আমিন বলেন, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা উন্নয়নের রূপকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফন ও জানাজায় ভয় আতঙ্কে সংকট সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে ওই কমিটির সদস্যরা করোনা আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের পরিবারের সম্মতিতে যথাযথ স্বাস্থ্য সুরাক্ষা মেনে ইসলামী নিয়ম অনুযাযী জানাজা ও দাফন সম্পন্ন করবে।

এ জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হট লাইন চালু করা হয়েছে, ০১৮১৪-৮৮৮১২৩ (বাশার), ০১৮৪৯-৯৫৬১২৯ (ইয়াসির আরাফাত), ০১৩১২- ২৩৫১২৫ (মাহাবুব)।

আরও পড়ুন