কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা মাদক উদ্ধারের এক মাইলফলক ভুমিকা পালন করেছে। গত সাড়ে পাঁচ মাসে গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, দেশী ও বিদেশিসহ প্রায় পৌনে ৯ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।
সোমবার (২১ জুন) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
ফারুক আহমেদ জানান, গত সাড়ে পাঁচ মাসে জেলা বিভিন্ন স্থালে বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার ২৬ কেজি গাঁজা, ১ লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৫২৫ বোতল ফেন্সিডিল, ৩৯৬ লিটার দেশীয় মদ, ২৩২ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ, ২ হাজার ১১০ বোতল ইস্কাফ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য আট কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১০০টাকা। এসব অভিযানে এক হাজার ৬১২ জন মাদক পাচার কারীকে আটক করা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ফারুক আহমেদ আরও জানান, সম্প্রতি কুমিল্লা জেলা মাদকের উৎস, মাদকের রুট ও মাদক প্রবণ এলাকাসমূহ চিহ্নিত করা, মাদক ব্যবসায়ীদের হালনাগাদ তালিকা প্রস্তুত, মাদক স্পটসমূহ চিহ্নিত করন এবং মাদক বিরোধী সংগঠন সমূহের ডাটাবেজ তৈরী করা হয়েছে। প্রনীত এই কর্মপরিকল্পনা চলমান মাদক বিরোধী অভিযানকে আরো গতিশীল করার পাশাপাশি কুমিল্লায় মাদক নির্মুলে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।





