কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসা থেকে পালাতে গিয়ে মো.ফয়সাল (১০) নামে এক শিক্ষার্থী পাঁচতলা ভবন থেকে লাফ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার বাঙ্গরা বাজারের মারকাযুস সুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার (২১ জুন)।
নিহত ফয়সাল জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের মৃত আবুল ফজলের ছোট ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলো। চলতি বছরের ৭ জুন ওই মাদ্রাসায় তাকে ভর্তি করে পরিবারের সদস্যরা।
সোমবার সন্ধ্যায় এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ওই ছাত্রের মৃত্যুর বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হব।
মারকাযুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফয়সাল বেশ কয়েকদিন ধরে বাড়িতে যাবে বলে বলে পীড়াপীড়ি করছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে বলেছে ঈদের ছুটিতে বাড়ি যেতে। রোববার বিকেলে প্রতিদিনের মত শিক্ষকদের সাথে ফয়সাল মাদ্রাসার ছাদে উঠে। মাগরিবের নামাজের আগে শিক্ষার্থীরা সবাই ছাদ থেকে নেমে গেলে ফয়সাল মাদ্রাসার ছাদ (পাঁচতলা ভবন) থেকে লাফ দেয়। এতে সে পাশের দোকানের টিনের চালা ভেঙ্গে মাটিতে পড়ে যায়। এ সময় মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষনা করেন।
মাদ্রাসার পরিচালক মো.আরিফ হাসান বলেন, ফয়সাল এর আগেও কয়েকটি মাদ্রাসা থেকে পালিয়ে এসেছে। আমার আত্মীয় হওয়ায় তার মা তাকে আমার এখানে এনে ভর্তি করায়। সে যেন আবার পালিয়ে না যায়, সেজন্য আমরা তাকে সবসময় চোখে চোখে রাখতাম। কিন্তু সে শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে পালাতে গিয়ে মারা গেল।





