কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

আমোদ উপদেষ্টা সম্পাদক শামসুননাহার রাব্বীর ইন্তেকাল

কুমিল্লা থেকে প্রকাশিত দেশের প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক ‌‘আমোদ’ উপদেষ্টা সম্পাদক শামসুননাহার রাব্বী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

শুক্রবার (২৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০ টায় তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় রোগে ভুগছিলেন।

আমোদ সম্পাদক বাকীন রাব্বী নতুন কুমিল্লাকে জানান, ২৩ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি যুক্তরাষ্ট্রের নিউজর্জি রাজ্যের নেপচুন শহরের জার্জি শোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শামসুননাহার রাব্বী পাঁচ দশকের বেশি সময় ধরে কুমিল্লায় সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করে আসছেন। তিনি কুমিল্লায় বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত ছিলেন। তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

তিনি মৃত্যু কালে এক ছেলে, তিন মেয়ে, দুই নাতনি ও সাত নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাকীন রাব্বী তার মায়ের আত্মার মাগফেরাতের জন্য কুমিল্লাসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

শামসুননাহার রাব্বীর মৃত্যুতে কুমিল্লার সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য – ১৯৫৫ সালে শামসুননাহার রাব্বীর স্বামী মোহাম্মদ ফজলে রাব্বী কুমিল্লার পুরাতন চৌধুরী পাড়া থেকে সাপ্তাহিক আমোদ পত্রিকার প্রকাশনা শুরু করেন। ১৯৯৪ সালের ২৮ নভেম্বর তাঁর মৃত্যুর পর আমোদ প্রকাশনার দায়িত্ব নেন তাঁর সহধর্মিনী শামসুন নাহার রাব্বী ও ছেলে বাকীন রাব্বী।

আরও পড়ুন