কুমিল্লা
মঙ্গলবার,১৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় এক ট্রাক গাঁজা জব্দ; গ্রেফতার তিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলীবিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ১০২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ জুন) সকালে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামাল করা হয়েছে।

র‍্যাব-১১ কুমিল্লা সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব নতুন কুমিল্লাকে শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর গ্রামের মাইন উদ্দীনের ছেলে মো. ওমর ফারুক (২৬), একই উপজেলার জয়নগর গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মো. অবদুল হাদি (৩৭), এবং গাজীপুর জেলার টংগী উপজেলার আরিছপুর গ্রামের আবদুল মজিদের ছেলে মো. আবদুর রহিম (২৪) ।

মেজর তালুকদার নাজমুছ সাকিব জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার মহাসড়কের আমতলীবিশ্বরোড এলাকায় শুক্রবার রাতে র‍্যাব-১১ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১০২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শনিবার সকালে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামাল করা হয়েছে। জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য ১৫ লাখ ৩০হাজার টাকা।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী নতুন কুমিল্লাকে বলেন, র‍্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মধ্যেমে তিন মাদক ব্যবসায়িকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন