কুমিল্লায় সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় ই. হক কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা মহানগরীর ডাক্তার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সুজন নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেন।
জিয়াউর রহমান সুজন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় নগরীর ই. হক কোচিং সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও নগরীরর ধর্মসাগর পাড়ে স্বাস্থ্যবিধি লংঘন করায় এক দোকান মালিককে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





