কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

টিফিনের টাকায় ৫০ হাজার গাছের চারা বিতরণ

কুমিল্লা সদরের মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

অনুষ্ঠানে প্রবেশ পথটি সাজানো হয় কলা গাছের গেইটে, আর ‘পাসপোর্ট’ হিসেবে ব্যবহার করা হয় কাঠাল পাতা। বিদ্যালয় প্রাঙ্গণে ছিল এক অভিনব পরিবেশ—ফুলপুরে ফুলের গয়না ও খেলনা তৈরি, ফলকান্দিতে পাতার খেলনা ও নারকেল পাতার ঘড়ি, ওষুধিপাড়ায় গাছের পাতা, ছাল ও ফল দিয়ে তৈরি নানা উপকরণ। গাছ নগরীতে কাঠের খেলনা, নারকেল ডালের ক্রিকেট ব্যাট ও গ্রাম্য খেলা ডাংগুলি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে একজন বৃক্ষরাজার উপস্থিতিতে রাজ্যের পরিবেশ রক্ষার প্রতীকী শপথ নেওয়া হয়—রাজ্যে বসবাস করতে হলে অন্তত একটি গাছ রোপণ বাধ্যতামূলক।

লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘চলতি বছরের ২৪ মে থেকে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও মাদককে না বলুন কর্মসূচি হাতে নেওয়া হয়। ৩৭টি জেলায় এই কর্মসূচি শেষে বৃহস্পতিবার মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল লাল সবুজের ১ হাজার ৮৯৬তম অনুষ্ঠান। কর্মসূচি বাস্তবায়নের আমাদের শিক্ষার্থী বন্ধুরা টিফিনের টাকা বাঁচিয়ে মাসে ১০ টাকা করে প্রদান করেন।’

সমাপনী অনুষ্ঠানে মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়, আমড়াতলি উচ্চ বিদ্যালয়, রিলায়েন্স বহুমুখী কলেজ, রূপসী বাংলা পাইলট স্কুল এবং বাংলা মিশন পাবলিক স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এই নিয়ে গত ৫ মাসে ৩৭টি জেলায় মোট ৫০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

২০১১ সাল থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পরিচালনা করছে। সংগঠনটি এ পর্যন্ত ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে বলে জানিয়েছেন সভাপতি কাওসার আলম সোহেল।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মলিক, লালমাই গ্রুপ আরকুর নির্বাহী পরিচালক মো. জসীম উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও রোড স্টার হোটেলের চেয়ারম্যান মো. মোক্তার হোসেন, সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাহিদ সুলতানা প্রমুখ।

আরও পড়ুন