কুমিল্লা-৫ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া বলেছেন, গতানুগতিক রাজনীতির ধারা থেকে আমাদের বের হতে হবে। নেতাকেন্দ্রিক রাজনীতি, পরিবারকেন্দ্রিক, চাঁদাবাজি, দখলবাবাজির রাজনীতি আর এদেশের মানুষ চায় না।
শুক্রবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার শিকারপুর এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ব্যারিষ্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া বলেন, আমরা এমন বাংলাদেশ গঠন করতে চাই যেখানে আপনার নিরাপত্তা থাকবে। যেখানে আপনাকে পুলিশ অযথা হয়রানি করবে না, যেখানে রাজনৈতিক নেতাদের অত্যাচার থাকবে না, ব্যবসা করতে বাড়ি করতে কাউকে চাঁদা দিকে হবে না, সরকারী দপ্তর সেবাগ্রহীতাদের ঘুষ দেয়া লাগবে না। আমরা চাই সবাই স্বাধীনভাসে সমাজে মাথা উঁচু করে বসবাস করবে।
আমি নির্বাচিত হই বা না হই আপনাদের সেবায় পাশে থাকতে চাই। সমাজ পরিবর্তন তথা দেশ পরিবর্তনে দেশের মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ বেসিক নীডগুলো নিশ্চিত করাই হবে আমার রাজনৈতিক নীতি ও আদর্শ।
তিনি আরও বলেন, আমরা এমন সমাজ চাই যেখানে জবাবদিহিতা থাকবে। জনগণ তাদের পাওনা জনপ্রতিনিধিদের কাছ থেকে বুঝে নিতে পারবেন। আমি সুযোগ পেলে এলাকার উন্নয়নে কাজ করবো। এজন্য দরকার আপনাদের দোয়া ও সমর্থন।
এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ মোজাম্মেল হক ভূইয়া, ছাত্র নেতা সোয়াইব মাহমুদ, এবি পার্টি কুমিল্লা জেলা সদস্য সচিব বুড়িচং পৌরসভা বাসী মুহাম্মদ আবদুল কাইয়ুম, বুড়িচং উপজেলা আহবায়ক গাজী মোসলেম উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ, কুমিল্লা মহানগর সেক্রেটারি আবদুল কাইয়ুম ভূইয়া মুকুল, ময়নামতি ইউনিয়ন বিশিষ্ট সমাজ সেবক জহিরুল ইসলাম, শাহআলম রেবতি পাল, নূর নবী, সালাম খন্দকার, তাহের, আবু জাহের, গোলাম নবী, আতিকুর রহমান, কাজী সেলিম, মুহাম্মদ সেলিম, মোহাম্মদ কামাল হোসেন মাস্টার, মোহাম্মদ নাসিম, সাব্বির, আবদুর রব,গোলাম মোস্তফা, ফয়েজ আহমেদ ভূইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





