কুমিল্লা
রবিবার,৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

লাকসামে নির্বাচনী সমাবেশে ড. সরওয়ার ছিদ্দিকী

‘জামায়াত ক্ষমতায় গেলে মজলুম তার অধিকার ফিরে পাবে’

কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যাপক ড. ছৈয়দ সরওয়ার ছিদ্দিকী বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মজলুম তার অধিকার ফিরে পাবে, কোন জালিমকে জুলুম করার সুযোগ দিবে না। যাকাত আদায় করে দারিদ্র বিমোচনে কাজ করবে। আকাশ সংস্কৃতির নামে মুক্ত সংস্কৃতি তথা অশ্লীল সংস্কৃতির পরিবর্তে ইসলামী সংস্কৃতি চালু করবে। জামায়াত ক্ষমতায় গেলে নামাজ প্রতিষ্ঠা করবে। মসজিদে আজান হলে সবাই নামাজ আদায় করে আবার কাজে ফিরে যাবে। অমুসলিমরা ধর্মীয় অবাধ স্বাধীনতা ভোগ করবে। সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কোন শব্দ থাকবে না। সকল ধর্মের নাগরিকরা সম অধিকার ভোগ করবে। জামায়াত ক্ষমতায় গেলে শান্তিপূর্ণ সুশৃংখল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজঘাট এলাকায় এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বথা বলেন।

ড. ছৈয়দ সরওয়ার ছিদ্দিকী বলেন, এদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠায় কোন অমুসলিমরা বাধা নয়; বরং মুসলমানরাই বাধা। এ বাধাকে অতিক্রম করে আমাদের কাজ করতে হচ্ছে। ইসলাম শুরু থেকেই তিনটি শ্রেণী থেকে বাঁধা প্রাপ্ত হয়েছে। একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় শক্তি, বিধর্মী শক্তি ও নিজের ধর্মের মধ্যে থাকা স্বার্থবাদী শ্রেণি। জামায়াতে ইসলামী বিগত ৫৩ বছর এ তিনটি শক্তির মোকাবেলা করে এ পর্যায়ে এসেছে।

তিনি আরও বলেন, জামায়াত কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ক্ষমতায় এলে পর্দার বিধান চালু করবে, পাশাপাশি নারী শিক্ষাও বাধ্যতামূলক করবে, পৃথক শিক্ষা ব্যবস্থা, কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করবে। সুদ মুক্ত অর্থনীতি, জাহিলী বিচার ব্যবস্থার পরিবর্তে শরিয়ার ভিত্তিতে ইনসাফভিত্তিক বিচার ব্যবস্থা চালু করবে। প্রশাসনিক কাঠামো থেকে ঘুষ-দুর্নীতি চিরতরে নির্মূল করবে। চোরের হাত কাটা আইন চালু করবে।

এ সময় লাবকসাম উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. আবুল হাশেম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের ফয়সাল, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, ইসলামী ছাত্রশিবির লাকসাম পৌরসভা সভাপতি মো. নাজমুল ইসলাম, আল আমিন ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আলী আশরাফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন