জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মীরা মহানগরের বিভিন্ন এলাকা থেকে টাউন হল মাঠে জামায়েত হন। এরপর টাউনহল স্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতি প্রবর্তন এখন সময়ের দাবি। অবিলম্বে পাঁচ দফা দাবির বাস্তবায়ন এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধের আহ্বান জানান।
সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়। হাতে জাতীয় ও দলীয় পতাকা, দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে মিছিলটি লিবার্টি চত্বর, রাজগঞ্জসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী’র আমির কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, জামায়াত নেতা মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





