কুমিল্লার তিতাসে রিভলভারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ চার মহিলাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রবিবার (২৬ অক্টোবর) দুপুরে তিতাস থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্ল্যাহ নতুন কুমিল্লাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, সাহাপুর গ্রামের শান্তি বেগম (৬০), ফারজানা বেগম (২৯), জোবেদা বেগম (৩৩) ও আমিনা বেগম (৩৭)।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্ল্যাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি বিদেশি রিভলভার, ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক, ২টি পাইপগান, ১০টি সীসা কার্তুজ এবং ৩টি ধারালো অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় চার নারীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা শেষে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।





